[Close]

হঠাৎ ব্যথা অনুভব: স্কুলছাত্রীর চোখ থেকে বেরিয়ে আসছে পিঁপড়া


হঠাৎ মেয়েটি তার চোখে ব্যাথা অনুভব করে। বাবা মাকে কথাটা বলেও। পরে তার বাবা মা অশ্বিনীর চোখের নিচে একটি পিঁপড়ার সন্ধান পায়। ভারতের বেলাথাঙ্গায়ে অবস্থিত নেলিংঙ্গি গ্রামে ঘটে এমন ঘটনা।

তবে পিঁপড়া বের করে ফেলে দেওয়ার পর প্রতিনিয়ত এ ঘটনা ঘটেই চলছে! প্রাথমিক অবস্থায় তারা মনে করেন যে, অশ্বিনীর ঘুমের সময় হয়তো পিঁপড়াটি তাদের মেয়ের চোখে পড়েছিল।

পরে ১১ বছর বয়সী এই মেয়েটিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান- অশ্বিনীর চোখে এই পিঁপড়া তার কানের মাধ্যমে সম্ভবত প্রবেশ করেছে।

কিন্তু বিপাক ঘটল এর কিছুদিন পর। ধীরে ধীরে অশ্বিনীর চোখে তীব্র ব্যথা ও যন্ত্রনা শুরু হলো। পরে তাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়। গত ১০ দিনের মধ্যে প্রায় ৬০টি মৃত পিঁপড়া তার চোখ থেকে বেরিয়ে আসে।

এরপর চিকিৎসকদের সাধ্যমতো চিকিৎসা সত্ত্বেও এখনো প্রায় ৫-৬টি পিঁপড়া তার চোখ থেকে প্রতিদিন বের হয়ে আসছে।

পরে আজ শুক্রবার অশ্বিনীকে তার স্কুলের শিক্ষকদের সাহায্যে তাকে মুন্নীবিড়ি চক্ষু হাসপাতালে নেওয়া হয়। তবে এখানকার চিকিৎসকেরা অশ্বিনীকে পরীক্ষা-নীরিক্ষার পর তারা অশ্বিনীকে নিয়ে কোন সিদ্ধান্ত আসতে পারেনি বলে জানা গেছে।

The post হঠাৎ ব্যথা অনুভব: স্কুলছাত্রীর চোখ থেকে বেরিয়ে আসছে পিঁপড়া appeared first on Ekushey24.com.

Bangla24hour.com © 2017