[Close]

সোশ্যাল মিডিয়ায় ফাঁস শ্রীদেবী কন্যার এই ভিডিও


শ্রীদেবীর মৃত্যুর পর কয়েকদিন হল শুটিং-এ ফিরলেন জাহ্নবী কাপুর৷ ওই যে বলে না, “দ্য শো মাস্ট গো অন”৷সবকিছু সামলে “ধড়ক” এর ফ্লোরে নামলেন জাহ্নবী৷ ইশান-জাহ্নবী, দুই ডেবিউটান্ট৷ স্বভাবতই ক্সাইটমেন্টটা একটু বেশি৷ সিনেমার পোস্টার, সেটের ছবি সব কিছুই ভীষনভাবে ভাইরাল হয়েছে৷ সম্প্রতি ভাইরাল হল সিনেমার একটি ভিডিও৷ভিডিওটিতে দুজন লিড অ্যাক্টারস তো রয়েছেই তার সঙ্গে রয়েছে আরো কয়েকজন৷ ফিল্মের সিনের ভিডিও নাকি শুটিং-এর বাইরের আড্ডার ভিডিও তা ঠিক স্পষ্ট নয়৷ কারণ কয়েক সেকেন্ডের ভিডিটিতে জাহ্নবী তাঁর পেছনে বসা তিনটি ছেলের সাথে বেশ খোশমেজাজে গল্প করলেও ইশান যেন অন্য দিকে তাকিয়ে মন দিয়ে কিছু ভেবে চলেছে৷ ভাঙাচোড়া শিড়ির ওপর বসে জাহ্নবী ও বাকিরা৷ তবে ইশান দাড়িয়ে দাড়িয়ে মগ্ন নিজের চিন্তায়৷<>

Bangla24hour.com © 2017