[Close]

মহিলা পুরোহিতের মন্ত্রেই এক হল চারহাত


‘যদিদং হৃদয়ং মম তদিদং হৃদয়ং তব’ যেকোন হিন্দু বিয়েতে গেলে এই মন্ত্রটি শোনা যাবেই। কিন্তু যেটা দেখা যায় না সেটা হল এই মন্ত্র পড়ছেন কোনও মহিলা। ‘নারী পুরুষ এক’ এই ধারা শুরু করতে যতই কয়েকজন মানুষ চেষ্টা চালিয়ে যাক। গোড়াতেই রয়ে গিয়েছে কিছু পুরুষতান্ত্রিক ধ্যানধারণা। এরকমই ধারণার ব্যতিক্রম দেখিয়ে নজির গড়ল সহস্রবুদ্ধে এবং চৌথিওয়ালা পরিবার।বিয়ের মণ্ডপে সবসময় পুরুষ পুরোহিতকেই দেখা যায়। কিন্তু এই দুই পরিবারের বিয়েতে দুই হাত এক করলেন এক মহিলা পুরোহিত। বিয়ে হচ্ছে দুটি মানুষ এবং দুটি পরিবারের বন্ধন। কিন্তু তবুও কোথাও গিয়ে দুর্বল পক্ষ হিসেবে কন্যাপক্ষইকেই দেখানো হয়। তার মধ্যে অন্যতম প্রথা হল ‘কন্যাদান’। সমাজে সাম্য থাকলে ‘পুত্রদান’ করা হয় না কেন? আর কন্যা কী কোনও পণ্য যেটাকে দান করতে হয়? এই পরশ্নগুলি এই দুই পরিবারে মনেও চাড়া দিয়ে উঠেছিল। যুগযুগ ধরে চলে আসছে এই প্রথা। ‘এই প্রথা বাদ দিলে অমঙ্গল হবে’- সমাজের এমন চোখরাঙানিকে তোয়াক্কা না করে বিয়ে থেকে তারা বাদ দিয়েছে ‘কন্যাদান’ প্রথাও।
সহস্রবুদ্ধে পরিবারের এক সদস্য জানান, “আমাদের সমাজে দ্বিচারিতা চলে। একদিকে আমরা কন্যা পুজো করি। অন্যদিকে কন্যাদের অধিকার অস্বীকার করি। আমি এই ধরনের দ্বিচারিতা করব না।” পদ্ম কাসালিকারে প্রায় ২০০০ মহিলা পুরোহিত থাকেন। সেখানে গিয়েই দুই পরিবারের বিনয় ও শিভদার বিয়ের হয়।শুধু কন্যা দান নয়, ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া, বাপের বাড়ি থেকে বিদায়ের সময় মেয়ের ঋণশোধ পর্ব- এসবই সমাজে নারী পুরষ ভেদাভেদের বড় উদাহরণ। অগ্রগতি হতে থাকলেও বিয়ের সময় এই প্রথাগুলি বাদ দিতে দেখা যায় না। তারা মন থেকে সমাজে সাম্য আনতে চাইলেও , বিয়ের সময় ভুলে যান পুরুষ শাসিত এই প্রথাগুলোর কথা। কিন্তু সহস্রবুদ্ধে-চৌথিওয়ালা পরিবার এই মিথ ভেঙ্গে সাম্যের নজির গড়ল।<>

Bangla24hour.com © 2017