[Close]

রবীন্দ্র সঙ্গীতেই ‘কন্যাদানহীন’ বিয়ে দেন এই মহিলা পুরোহিত


কেরলে নামাজ পড়িয়ে শিরোনামে এসেছিলেন মহিলা ইমাম। এবার প্রায় সেই একই ছবি দেখা গেল কলকাতায়।

তবে কলকাতার বিষয়টি একটু ভিন্ন। পুরোহিত হিসেবে মন্ত্র পড়ে বিয়ে দিচ্ছেন একজন মহিলা। যদিও সেই বিয়েতে প্রথাগত ‘কন্যাদান’ করা হয় না।যাকে নিয়ে এত আলোচনা তাঁর নাম নন্দিনী ভৌমিক। পেশায় অধ্যাপিকা পুরুষতান্ত্রিক সমাজের মহিলা পুরোহিত হয়ে একটা নতুন বার্তা দিয়েছেন। এই রাজ্যের তিনিই প্রথম মহিলা পুরোহিত।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের অধ্যাপিকা নন্দিনী ভৌমিক একাধিক নাট্য সংগঠনের সঙ্গে যুক্ত। গত দশ বছরে তিনি প্রায় ৪০টি বিয়ে দিয়েছেন কলকাতা এবং সংলগ্ন এলাকায়। অধিকাংশ ক্ষেত্রেই ভিন্ন ধর্ম বা ভিন্ন জাতের পাত্র-পাত্রীদের চার হাত এক করেছেন নন্দিনী দেবী। পুরোহিত হিসেবে নিজের মেয়ের বিয়েও দিয়েছেন তিনি।সংস্কৃতের অধ্যাপিকা নন্দিনী ভৌমিকের বিয়ে দেওয়ার ধরণটা সমাজের প্রথাগত নিয়মের থেকে অনেকটা আলাদা। বিয়ের মণ্ডপে পুরোহিতের আসনে তিনি বসেন। বিয়ের সংস্কৃত মন্ত্র উচ্চারণ বাংলা বা ইংরেজিতে অনুবাদ করে বলেন নন্দিনী দেবী। তাঁর বলা সেই মন্ত্র উচ্চারণ করে বিয়ের পিড়িতে বসা বর-কনে। পিছনে রবীন্দ্র সঙ্গীত গায় তাঁর গানের দল। সমগ্র প্রক্রিয়া শেষ হতে সময় লাগে মাত্র এক ঘণ্টা। কারণ, তিনি কন্যাদান প্রক্রিয়া বাদ দিয়ে দিয়েছেন। নন্দিনী দেবীর কথায়, “আমি কন্যাদানের মতো সমাজের পিছিয়ে থাকা নিয়ম মানতে চায় না। ওই নিয়ম মেনে চলার অর্থ মেয়েদের পণ্য হিসেবে তুলে ধরা।”নিজেকে সংস্কারক বলে দাবি করেন দুই কন্যার জননী নন্দিনী ভৌমিক। যদিও প্রথাগত ব্রাহ্মণ বা চিরাচরিত হিন্দু ধর্ম নিয়ে তাঁর কোনও সমস্যা নেই বলে জানিয়েছেন নন্দিনী দেবী। তাঁর কথায়, “আমি প্রথাগত ব্রাহ্মণদের বা হিন্দু ধর্মকে সম্মান করি। তাঁদের সঙ্গে আমার কোনও বিরোধ নেই। যদিও বর্তমানে উগ্রবাদী হিন্দুত্ব বৃদ্ধি পাওয়ায় আমার স্বামীকে অনেকে হুমকি দিয়েছে। কিন্তু, এখনও আমায় কেউ কোনও হুমকি দেয়নি।”<>

Bangla24hour.com © 2017