[Close]

টস জিতলেই ম্যাচ জয়!


শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় চলমান নিদাহাস ট্রফিতে এ যেন এক ধরনের অলিখিত নিয়মে পরিণত হয়েছে। সবার মনে প্রশ্ন জাগতে পারে সেটা আবার কি? তা হলো- ত্রিদেশীয় সিরিজে যে দল টস জিতেছে, তারাই আগে ফিল্ডিং নিচ্ছে। শেষ পর্যন্ত টস জয়ী দলই জয় নিয়ে মাঠ ছাড়ছে। এই সিরিজে পরে ব্যাট করেই সব দল জয় পেয়েছে।

 

নিদাহাস ট্রফির প্রথম ম্যাচে টস হারে বাংলাদেশ। আর ওই ম্যাচে ফেভারিট ভারতের কাছে বাজে ভাবে হেরে যায় টাইগাররা। বলতে গেলে টাইগারদের নিদাহাস ট্রফির অভিযান শুরু হয় বাজে হারের মাধ্যমে। দ্বিতীয় ম্যাচে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

 

পরে ব্যাট করে শ্রীলঙ্কার ছুড়ে দেয়া ২১৫ রানের টার্গেটও দুর্দান্তভাবে ধরে ফেলে বাংলাদেশ। শেষ পর্যন্ত ঐতিহাসিক জয় তুলে নেয়।

রেকর্ডগড়া জয়ে এখন ফুরফুরে মেজাজে আছেন তামিম-লিটন-মুশফিকরা। এবার তাদের সামনে ফের বাধা ভারত। এ ম্যাচ জিতলেই ফাইনালের পথে এগিয়ে যাবে বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস নিয়ে বুধবার (১৪ মার্চ) ভারত বধের মিশনে নামবে টাইগার বাহিনী।

 

মঙ্গলবার (১৩ মার্চ) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ টস নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন। তিনি বলেন, এ ম্যাচেও টস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

মাহমুদউল্লাহ বলেন, প্রথম দিকে বোলাররা একটু সুবিধা পান। কিন্তু পরের দিকে ব্যাট করা খুব সহজ হয়ে যায়। এমনিতেই এটা ব্যাটিং উইকেট। সাধারণত এখানে যারা পরে ব্যাট করেছে তারাই জিতেছে। তাই টস খুবই ভাইটাল। টস জিততে পারলে ফল আমাদের পক্ষে থাকতে পারে।

 

সেখানে কয়েক দিন ধরেই টিপ টিপ বৃষ্টি হচ্ছে। তাই এদিন কলম্বোর প্রেমাদাসার উইকেট কিছুটা ভেজা থাকতে পারে। তাই প্রথম দিকে বল হালকা সুইং ও মুভমেন্ট করতে পারে। এতে প্রথমে ব্যাটিং করা কষ্টসাধ্য হয়ে উঠতে পারে। তা আমলে নিলেও টস জয় গুরুত্বপূর্ণ।

 

বুধবার (১৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় কলম্বোর প্রেমাদাসায় শুরু হবে নিদাহাস ট্রফির চতুর্থ ম্যাচটি।

<>

Bangla24hour.com © 2017