[Close]

ধেয়ে আসছে দমকা হাওয়াসহ বজ্র বৃষ্টি…জেনে নিন বস্তারিত


ধেয়ে আসছে দমকা হাওয়াসহ- আজ ঢাকা, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিকভাবে আকাশ মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য গেছে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। মৌসুমী লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংগ্ন বাংলাদেশে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

গতকাল (মঙ্গলবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ও চুয়াডাঙ্গা ৩৫.৬ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙ্গামাটি ও দিনাজপুরে ১৭.২ ডিগ্রি সেলসিয়াস।

আরো খবর পড়ুনঃ 

ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট বন্ধ ঘোষণা

নেপালে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বহরের একটি বিমান বিধ্বস্ত হয়ে অর্ধশতাধিক নিহতের ঘটনায় ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

বুধবার (১৪ মার্চ) রাজধানীর বারিধারায় ইউএস-বাংলার কার্যালয়ে সংস্থাটির জনসংযোগ বিভাগের মহাব্যস্থাপক (জিএম) কামরুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে আমাদের ফ্লাইট পরিচালনা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। তবে কাঠমান্ডু ফ্লাইট আপাতত বন্ধ রাখলেও অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটগুলোতে ইউএস-বাংলার ফ্লাইটগুলো স্বাভাবিকভাবেই চলছে বলে জানান এই কর্মকর্তা।

উল্লেখ্য, নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার বিমানটি সোমবার স্থানীয় সময় বেলা ২টা ২০ মিনিটে অবতরণের কথা ছিল।

নামার আগেই এটি বিধ্বস্ত হয়ে বিমানবন্দরের পাশের একটি খেলার মাঠে পড়ে যায়। বিমানটিতে চারজন ক্রু ও ৬৭ যাত্রী ছিল। উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় ২৬ বাংলাদেশিসহ ৫১ জন নিহত হন। আহত হয়ে হাসপাতালে রয়েছেন ৯ বাংলাদেশিসহ ২১ জন।

The post ধেয়ে আসছে দমকা হাওয়াসহ বজ্র বৃষ্টি…জেনে নিন বস্তারিত appeared first on Deshi News.

Bangla24hour.com © 2017