[Close]

Live: আবারো শুরু হয়েছে মুশফিক ঝড়! দেখুন লাইভ

প্রথম ম্যাচে ভারতের কাছে বাজে হারে নিদাহাস ট্রফি মিশন শুরু করে বাংলাদেশ। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় টাইগাররা। শ্রীলংকার ছুড়ে দেয়া ২১৫ রানের টার্গেট দুর্দান্তভাবে ধরে ফেলেন তারা। তুলে নেন ঐতিহাসিক জয়।

সাধারণত উইনিং কম্বিনেশন ভাঙতে চায় না দল। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে অবিস্মরণীয় জয়ের পর আজ (বুধবার) ভারতের সঙ্গে মাঠে নামার আগে সেই উইনিং কম্বিনেশনে পরিবর্তন আনতেই হয়েছে টিম বাংলাদেশকে।
খেলাটি লাইভ দেখুন নিচে

এদিকে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে হার মানে ভারত। পরের ম্যাচে বাংলাদেশকে হারায় তারা। তৃতীয় ম্যাচে স্বাগতিকদের উড়িয়ে দিয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে রোহিত অ্যান্ড কোং। তাদের আত্মবিশ্বাসও তুঙ্গে। বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করতে চায় ওরা। ফলে ম্যাচটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা বলাই যায়।
টসের ফলাফলঃ বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ একাদশঃ মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ (অধিনয়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, সাব্বির রহমান, মেহেদি হাসান, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম, আবু হায়দার রনি
ভারত একাদশঃ রোহিত শর্মা (অধিনায়ক), দিনেশ কার্তিক (শিষ্য), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সুরেশ রায়না, মনিষ পান্ডে, বিজয় শঙ্কর, ওয়াশিংটন সুন্দর, শারদুল ঠাকুর, ইউজউদ্দিন চাহাল, মোহাম্মদ সিরাজ

স্কোরঃ
ভারতঃ ১৭৬/৩
ওভারঃ ২০
কার্তিকঃ ২ রান ২ বল*

উইকেটঃ
রুবেল – ২ উইকেট এবং একটি রান আউট।
সহজ একটি ফিল্ডিং মিস করে মুস্তাফিজ। এজন্য হঠাত করেই ক্ষেপে যায় রুবেল। বোলিং এ এসে মুস্তাফিজ এক ওভারে ১৪ রান দেয়।

বাংলাদেশঃ ৮০/৪
ওভারঃ ১১
তামিমঃ ২৭ রান ১৯ বলে(৪ চার ১ ছয়)(আউট)
লিটনঃ ৭ রান ৭ বলে(১ চার) (আউট)
সৌম্য সরকারঃ ১ রান ৩ বলে(আউট)
মুশফিকুর রহিমঃ ২৯ রান ২৪ বলে (৪ চার ১ ছয়)*
মাহমুদুল্লাহঃ ১১ রান ৮ বলে(২ চার)(আউট)
সাব্বির রহমানঃ ১ রান ৫ বলে*
খেলাটি লাইভ দেখুনঃ লাইভ দেখতে এখানে ক্লিক করুন

বাংলাদেশ বনাম ইংল্যান্ড।

বাংলাদেশ বনাম ইন্ডিয়া।সরাসরি খেলা দেখুন আমাদের পেইজে!খেলার আপডেট খবর পেতে আমাদের পেইজে লাইক দিন!!খেলাটি সবাইকে দেখার জন্য শেয়ার করুন । 🙂 🙂 3> 🙁

Posted by ღ শত ডানার প্রজাপতি ღ on Wednesday, 14 March 2018
Bangla24hour.com © 2017