[Close]

টেলিভিশন থাকলে কি ঘরে ফেরেশতা ঢুকবে? জেনে নিন!


নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।জুমাবারের বিশেষ আপনার জিজ্ঞাসার ৫১৮তম পর্বে টেলিভিশন ঘরে থাকলে ফেরেশতা প্রবেশ করবে কি না, সে সম্পর্কে মানিকগঞ্জ থেকে টেলিফোনে জানতে চেয়েছেন মো. সেলিম হোসেন। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।প্রশ্ন : আমি শুনেছি যে, কোনো মানুষ বা কোনো জীব-জানোয়ারের ছবি থাকলে সেই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। আমাদের ঘরের ভেতরে টেলিভিশনে যখন বিভিন্ন অনুষ্ঠান চলে, ওই মুহূর্তে ফেরেশতা আসবে কি?উত্তর : টেলিভিশনকে দুনিয়ার কোনো আলেমই ছবি হিসেবে আখ্যায়িত করেননি। টেলিভিশনের যে ছবি রয়েছে, সেগুলো আসলে ওই প্রকারের কোনো ছবি নয়, যে ছবি ঘরে থাকলে ফেরেশতা ঘরের মধ্যে প্রবেশ করবে না। এ ধরনের ছবি যেকোনো সময় এসে আবার চলে যাচ্ছে। এই ছবির কারণে ফেরেশতা প্রবেশ করবে না অথবা টেলিভিশন ঘরে থাকলে ফেরেশতা প্রবেশ করবে না, এটি ভুল বক্তব্য, এটি সহিহ বা বিশুদ্ধ বক্তব্য নয়।<>

Bangla24hour.com © 2017