[Close]

ব্রেকিংঃ আইপিএলের ১১তম আসর বসবে না!


শুরু না হতেই বন্ধ হতে চলেছে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল!আইপিএলের ম্যাচে পিচে তৈরিতে লক্ষাধিক লিটার জল নষ্ট হয়, এই অভিযোগে পরিবেশ আদালতের দ্বারস্থ হয়েছেন আলওয়ারের বাসিন্দা হায়দর আলি। তাঁর আবেদন, সংশ্লিষ্ট সব পক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আইপিএল বন্ধ করে দেওয়ার দাবিও করেছেন তিনি।

আইনজীবী ব্রহাম সিং ও রোহিত বিদূহির মাধ্যমে পরিবেশ আদালতে হায়দর আলি জানান, দেশের অধিকাংশ এলাকা জলসংকটে ভুগছে। অথচ আইপিএলের জন্য নষ্ট হচ্ছে প্রচুর জল।

এই আবেদনের শুনানিতেই জলসম্পদ মন্ত্রক ও বিসিসিআই-কে নোটিস পাঠিয়েছেন জাতীয় পরিবেশ আদালতের বিচারক জাভেদ রহিম। দু’সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে সংশ্লিষ্ট পক্ষকে। ২৮ এপ্রিল মামলার পরবর্তী শুনানি।

The post ব্রেকিংঃ আইপিএলের ১১তম আসর বসবে না! appeared first on Radio Today.

Bangla24hour.com © 2017