[Close]

আইটেম গার্ল খ্যাত মডেল নায়লা নাঈমের নতুন চমক ‘সে বিনে’


সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম। বর্তমানে তিনি বেশ ব্যস্ত সময় পার করছেন। চলচ্চিত্রের আইটেম গান, শর্টফিল্ম, ওয়েব সিরিজ, টিভিসি এবং মিউজিক ভিডিও নিয়ে চলছে তার ব্যস্ততা। সম্প্রতি তিনি ‘বেবি ডল’ নামের একটি শর্টফিল্মে অভিনয়ও করেছেন।এবার আরো একটি নতুন চমক নিয়ে আসছেন নায়লা নাঈম। এবার নতুন একটি মিউজিক ভিডিওতে দর্শকরা দেখতে পাবেন নায়লা নাঈমকে। সিডি ভিশনের আয়োজনে কাজী শুভর গান ‘সে বিনে’র মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে।নায়লা নাঈমকে এ মিউজিক ভিডিওটিতেও বরাবরের মতো ভিন্নধর্মী এবং গ্ল্যামারাস রূপে হাজির হতে দেখা যাবে। এ মিউজিক ভিডিওতে নায়লার বিপরীতে কাজ করেছেন নাবির ইকবাল।মিউজিক ভিডিওটির পরিচালক আবদুল্লাহ আল মামুন, ডিওপি কাওসার আহমেদ ও মেকআপ যতন। নিডো খান ও মিনাক্ষীর কোরিওগ্রাফীতে হেট দ্যা ক্রু ডান্স টিমের সাথে আবেদনময়ী রূপে নিজেকে উপস্থাপনা করেছেন নায়লা নাঈম। জানা যায়, আসছে পহেলা বৈশাখে সিডি ভিশনের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে।

<>

Bangla24hour.com © 2017