[Close]

এরা কারা! কেনই বা এমন বেশভূষা তাদের?


ছবির মানুষটিকে প্রথমেই দেখে থ বনে যাওয়ার কথা। উনি কি সেই সংগীতশিল্পী হাবিব নাকি অন্য কেউ। সঙ্গে আছেন আরো কয়েকজন ভিন্ন বেশি শিল্পী।

অদিতের গলায় স্কার্ফ, গায়ে পাঞ্জাবি, চোখে চশমা আর হাতে পিস্তল! প্রায় একই পোশাকে র‌্যাপার তৌফিক দাঁড়িয়ে। তাদের সঙ্গে আছেন জাদুকরবেশী প্রীতম হাসান।

সংগীতাঙ্গনের তুমুল জনপ্রিয় এই চার শিল্পীকে পাওয়া গেলো এমনভাবে। যা দেখলে যে কেউ চমকে যাবেন। আর তোদের এমন রণমূর্তির কারণটা অবশ্যই গান!

হাবিব ওয়াহিদের নতুন গান ‌‘ঝড়’-এ এভাবেই হাজির হবেন এই তারকারা।

মূলত সিনেমাটিক ধাঁচে তৈরি গানের ভিডিও এটি। চলতি সপ্তাহেই গানটির ভিডিও ধারণ হয়েছে। এটি পরিচালনা করছেন তানিম রহমান অংশু।

এদিকে গানটি নিয়ে এর গায়ক হাবিব কী বলছেন? না, বিষয়টি নিয়ে তার মন্তব্য এখনও পাওয়া যায়নি।
প্রীতম বললেন, ‘এখানে আমি ও তৌফিক ভাই অতিথি চরিত্র হিসেবে হাজির হবো। পুরো গানে অদিত ও হাবিব ভাই অভিনয় করেছেন।’

বরাবরের মতোই গানটির সুর-সংগীত ও কণ্ঠ দিয়েছেন হাবিব নিজেই। জানা গেলো, শিগগিরই এটি নিয়ে সামনে আনবেন এই শিল্পী। গানটি ইউটিউবে অবমুক্ত করা হবে।

The post এরা কারা! কেনই বা এমন বেশভূষা তাদের? appeared first on Ekushey24.com.

Bangla24hour.com © 2017