[Close]

ছবিগুলো বলে দেবে মদ খাওয়া কেন খারাপ!


গবেষণা অনুযায়ী মদ খাওয়া মানুষদের চার ভাগে ভাগ করা হয়,

১। যারা মদ খেলেও কিছু হয় না, আগের মতই থাকে।

২। যারা এমনিতেই সবাইকে ভালবাসে কিন্তু মদ খেলে ভালবাসা বেড়ে যায়!

৩। যারা সবার মনোযোগ নিজের দিকে নিতে চায়!

৪। যাদের কোন হুঁশ থাকে না, উলটা পালটা কাজ শুরু করে।

যত যাই হোক মদ খাওয়া কোনভাবেই ঠিক না, স্বাস্থ্য এবং সমাজ দুইটার জন্যই এটা ক্ষতিকর। আজ আমরা এমন সব মাতালদের ছবি দেখবো যারা আমাদের বলে দিচ্ছে মদ খাওয়া কেন খারাপ!

সে নিশ্চিত কাল সকালে ঘুম থেকে উঠে বলবে আমি আর মদ খাবো না!

© SouthernJeb/Reddit

বোঝাই যাচ্ছে কাল অফিস শেষেই কেউ মাতাল হয়েছে!

© almo1992/Reddit

বেচারা কেনাকাটা করতে এসেছিল!

© Highfaluter/Imgur

আরও দেখুনঃ

<>

‘সে রাতে মাতাল ছিল, তাকে বলেছিলাম মোবাইলটা চার্জে লাগাতে!’

© themusicman777/Reddit

‘অফিস থেকে আসার পর কিছু মনে নেই! সকালে ফ্রীজ খুলে দেখি এই অবস্থা!’

© DrunkAlbatross/Reddit

মাতাল হলে মাঝে মাঝে শিল্পের জন্ম নেয়!

© Unknown/Reddit

আমার অনেক প্রশ্ন আছে…

© Staalburger/Imgur

‘মা প্রথমবার মদ খেয়েছেন!’

© ramjetrulz/Imgur

‘আমার বন্ধুরা মাতাল হয়েছে, ছবি তুলেছে এবং সেটার শো-পিস বানিয়েছেন!’

© Dimension10/Imgur

এই মাতাল মহিলা মোবাইল মাটিতে ফেলে দিয়েছিলেন এবং সেটা তুলতে গিয়ে জুতা হাতে নিয়ে বসে আছেন!© Topham_Kek/Reddit

<>

Bangla24hour.com © 2017