[Close]

টেডি বিয়ারে নগ্ন শার্লিন, ভিডিও অনলাইনে ভাইরাল….


ক’দিন আগেই খবরের শিরোনাম হয়েছিলেন অভিনেত্রী শার্লিন চোপড়া। স্নান করার ভিডিও শেয়ার করে নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেন তিনি। সেই খোলামেলা ভিডিওর পর আবারও স্বরূপে দেখা দিলেন শার্লিন। নগ্ন হয়েই প্রকাশ্যে আসলেন ইনস্টাগ্রামের ভিডিওতে।

সম্প্রতি শার্লিন তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, তিনি একটি টেডি বিয়ার নিয়ে খেলছেন। তবে তার শরীরে কোনও পোশাক নেই। অর্থাৎ নগ্ন হয়ে টেডি বিয়ারের সঙ্গে খেলছিলেন তিনি। অবশ্য তিনি টেডি বিয়ারকে এমনভাবে ধরেছেন, তাতে তার কোনো গোপনাঙ্গ দেখা যায়নি।

আরও দেখুনঃ

<>

জানা গেছে, টেডি বিয়ার কোলে নিয়ে একটি বিশেষ ফটোশুট করছিলেন শার্লিন চোপড়া। তার জন্যই নগ্ন হয়েছেন এই বিতর্কিত অভিনেত্রী।

২০১২ সালে ‘কামসূত্র থ্রি ডি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন শার্লিন। এছাড়া বিগ বসেও প্রতিযোগী হিসেবে ছিলেন তিনি। সর্বশেষ ‘বজহ তুম হো’ ছবিতে দেখা গিয়েছিলো শার্লিনকে।

দেখুন শার্লিন টেডি বিয়ার নিয়ে খেলার সেই ভিডিও:

<> <>

Bangla24hour.com © 2017