[Close]

যে ধর্ষণ করে হত্যাই করেছে, সেই বিচারের দাবীতে মানবন্ধনে নেতৃত্ব দিয়েছে


যে ধর্ষন করে হত্যাই করেছে, সেই বিচারের দাবীতে মানবন্ধনে নেতৃত্ব দিয়েছে<>

যে ধর্ষণ করে হত্যাই করেছে- পৃথিবীর ইতিহাসে বিরল দৃষ্টান্তের মধ্যে অন্যতম একটি ঘটনা৷ শুধু ধর্ষন করে হত্যাই করেন নি, বিচারের দাবীতে মানবন্ধনেও নেতৃত্ব দিয়েছিল ধর্ষক স্বয়ং নিজে৷ মানুষ কিভাবে এতোটা পাষন্ড অার নির্মম হতে পারে বোধগম্য নয়৷

ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ২নং নোয়াগাঁও ইউনিয়নে৷ নিস্পাপ শিশু নুসরাতকে ধর্ষন করে নির্মমভাবে হত্যা করে পাশের বাড়ীর ধর্ষক রুবেল৷

পরে নিজের বাসায় লাশ লুকিয়ে রেখে ধর্ষক নিজেই পানিতে জাল ফেলে শিশুটিকে খুজে পেতে তার পরিবারকে সহায়তা করে৷ পরবর্তীতে বস্তায় করে সে লাশ সিএনজিতে করে দূরে নিয়ে ফেলে দেয়৷

শিশুটিকে খুজে পেতে মানববন্ধনের নেতৃত্বও দেয় সে৷ কেউ বুঝতেই পারেনি চোখের সামনেই ঘুরে বেড়াচ্ছে খুনি, ধর্ষক৷ঘটনার চার দিন পর লাশউদ্ধার করে রামগঞ্জ থানা পুলিশ৷

পুলিশের কৌশলী হস্তক্ষেপে সিএনজি চালক পুলিশের কাছে আত্মসমর্পণ করে জবানবন্দি দিয়ে জানান কে তার গাড়ীটি ভাড়া করেছিলেন এবং ভারী কিছু ব্যাগে করে নিয়েছিলো৷

সেই ব্যাগটি নিজের অজান্তেই বহন করেছেন, সিএনজি চালক। লাশ উদ্ধার হওয়ার দুইদিন পর রামগঞ্জ থানা পুলিশের প্রচারনা ও বিজ্ঞাপনের মাধ্যমে সিএনজি চালক বুঝতে পারেন মূল ঘটনাটি। তিনি থানা পুলিশের কাছে বিষয়টি খুলে বলেন তারপরই ধর্ষক সনাক্ত হয়৷

হত্যাকারীকে গ্রেফতার ও ফাঁসির দাবীতে জাতীয় প্রেসক্লাব, ঢাকায় মানববন্ধন করে মানবাধিকার সংঘটনগুলো৷ ঘটনার মূল হোতা ও নাটেরগুরু সবশেষে অাজ ধরা পড়েছে৷

১ নং ছবিতে যে ছেলেটা মানববন্ধনের নেতৃত্ব দিচ্ছে, ২ নং ছবিতে সেই রুবেল প্রধান আসামি হিসেবে সবশেষে গ্রেফতার হয়েছে৷ অনেক বড় অভিনেতা শাহরুখ খানকেও হার মানায় তার অভিনয়ে৷

এখন শুধু দ্রুত বিচার অাইনে সর্বোচ্চ সাজা চায় শিশু সন্তান নুসরাতের মা বাবা ও এলাকাবাসী৷ সবাই বেশি করে শেয়ার করুন যেন দ্রুত বিচার অাইনে বিচার হয় এই অভিনেতা, ধর্ষক ও খুনী রুবেলের৷ কোন ভাবেই যেন কোন উচ্চ মহলের তদবিরে ছাড়া না পায়৷

The post যে ধর্ষণ করে হত্যাই করেছে, সেই বিচারের দাবীতে মানবন্ধনে নেতৃত্ব দিয়েছে appeared first on Deshi News.

Bangla24hour.com © 2017