







আজ রোববার (৮ এপ্রিল) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম ম্যাচে ৬ উইকেটে দিল্লীর বিপক্ষে দুর্দান্ত জয় পায় পাঞ্জাব। দ্বিতীয় দিনের দ্বিতীয় খেলায় কলকাতার ঐতিহ্যবাহী ইডেন পার্কে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে স্টার স্পোর্টস, স্টার জলসা মুভিস। এই ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় দীনেশের কলকাতা । ব্যাট করে কোহলির ব্যাঙ্গালুরু।








এবারের আসরকে কেন্দ্র করে কলকাতার চেয়ে তুলনামূলক শক্তিশালী দল গঠন করেছে ব্যাঙ্গালুরু। দলটির অধিনায়ক বিরাট কোহলির পাশাপাশি দলটিতে রয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম-এবি ডি ভিলিয়ার্সের মতো বিশ্বতারকা। এছাড়াও রয়েছেন টিম সাউদি-চাহাল ও ওয়াশিংটন সুন্দরের মত তারকা বোলার।








টসে হেরে ব্যাট করতে নেমে ম্যাককালাম এবং ডি- ভিলিয়ার্সের দুর্দান্ত ব্যাটিংয়ে শেষ পর্যন্ত কোহলির ব্যাঙ্গালুরুর সংগ্রহ দাঁড়ায় ১৭৬/৭ (২০ ওভার),ম্যাককালাম ২৭ বলে ৪৩, ডি ভিলিয়ারস ৪৪ এবং কোহলি ৩১ রানে। কলকাতাকে জয় পেতে হলে ১৭৭ রান করতে হবে। এখন পর্যন্ত কলকাতার সংগ্রহ ১২/০ (১.৩ ওভার)
নিচে দেখুন দুই দলের চূড়ান্ত একাদশ








RCB: Quinton De Kock, Brendon McCullum, Virat Kohli, AB de Villiers, Sarfaraz Khan, Mandeep Singh, Washington Sundar, Chris Woakes, Kulwant Khejroliya, Umesh Yadav, Yuzvendra Chahal








KKR: Chris Lynn, Robin Uthappa, Nitish Rana, Dinesh Karthik, Rinku Singh, Andre Russell, Sunil Narine, Piyush Chawla, Vinay Kumar, Mitchell Johnson, Kuldeep Yadav








খেলাটি লাইভ দেখুন নিচের লিঙ্কে ক্লিক করে
<>