[Close]

মোহাম্মদ সামির আসল বয়স কত জানেন?


স্ত্রীর সাথে যুদ্ধ এখনো থামেনি ভারতীয় দলের সাবেক পেস বোলার মোহাম্মদ সামির। একের পর এক অভিযোগ সামির বিরুদ্ধে এনেই যাচ্ছে স্ত্রী হাসিন জাহান।

এবার হাসিন জাহানের নতুন অভিযোগ বয়স ভাঁড়িয়ে ক্রিকেট খেলছেন সামি। রাজ্যের মুখ্যমন্ত্রী, ভারতীয় ক্রিকেট বোর্ড, দিল্লি ডেয়ারডেভিলস-এর সিইও হেমন্ত দুয়া— সুবিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরেছেন হাসিন। তবে এখনও ‘বিচার’ পাননি তিনি।প্রবল অর্থকষ্ট জাঁকিয়ে বসেছে। স্বামী সামির সঙ্গে বিবাদে নিজের ভবিষ্যৎ নিয়ে যারপরনাই উদ্বিগ্ন। তবে লড়াই ছাড়তে রাজি নন তিনি। সেই কথা জানিয়েই নতুন ‘বোমা’ হাসিনের, ‘‘ও জাতীয় টেলিভিশনে বসে বলেছিল, আমি নাকি ওর থেকে বছর দশেকের বড়। সত্যিটা জেনে রাখুন, ও নিজের বয়স লুকিয়েই ক্রিকেটটা খেলে চলেছে।’’

 

স্ত্রী-র আনা গড়াপেটার অভিযোগের পরিপ্রেক্ষিতে সামি জাতীয় এক প্রচারমাধ্যমে বলে দিয়েছিলেন, ‘‘অর্থের বিনিময়ে কখনও দেশের সঙ্গে প্রতারণা করব না।’’ সামি-র সেই বক্তব্যকে তুলে ধরেই কটাক্ষ করে অভিযোগ, ‘‘ও যে বলেছে, ম্যায় দেশ কো ধোঁকা নাহি দে সকতা হু, দেশকো ধোঁকা দেনে সে পেহলে মুঝে ফাঁসি লাগা লো! কিন্তু ও যে কত বড় প্রতারক তা অনেকেই জানেন না।’’

 

কী এই ‘ধোঁকা’? হাসিনের বিস্ফোরক দাবি, ‘‘ও ১৯৮৪ সালে জন্মায়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করে স্নাতক স্তরে পড়ার জন্য হিন্দু কলেজে অ্যাডমিশন নেয়। কিন্তু বিসিসিআই-এর অনূর্ধ্ব-১৯ দলে ঢোকার জন্য ভুয়ো বয়সের প্রমাণপত্র বের করে উত্তরপ্রদেশের বেনারস কলেজ থেকে।’’ হাসিনের দাবি, ‘‘দশ হাজার টাকার বিনিময়ে বেনারস কলেজ থেকে ১৯৯০ সালে জন্মের পরিচয় দিয়ে মাধ্যমিকের শংসাপত্র বের করে সামি, যেখানে স্পষ্ট করে লেখা হয় ২০০৮ সালে ও মাধ্যমিক পাশ করে। আসল ঘটনা হল, ও কিন্তু ২০০২ সালেই মাধ্যমিক উত্তীর্ণ হয়ে গিয়েছিল।’

 

নিজের বক্তব্যকে প্রতিষ্ঠিত করার জন্য হাসিন  সামির বিদ্যালয়ের শংসাপত্র পাঠান। হাসিনের পাঠানো সেই নথিতে দেখা যাচ্ছে, সামি আহমেদ নামক জনৈক ব্যক্তির জন্ম ৩ মার্চ, ১৯৮৪। অবশ্য নথির সত্যতা যাচাই করা হয়নি। ক্রিকেটের তথ্য বিষয়ক ক্রিকইনফো-তেও ঢুঁ মেরে দেখা গেল, জ্বলজ্বল করছে সামির জন্ম তারিখ ৯ই মার্চ, ১৯৯০। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, সামির বয়স বর্তমানে ২৮ বছর। অন্য দিকে, হাসিন জাহানের দাবি অনুযায়ী, সামির ‘প্রকৃত’ বয়স ৩৪ বছর!

<>

Bangla24hour.com © 2017