[Close]

১৫ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে পাঞ্জাবের সংগ্রহ দেখে নিন, খেলাটি লাইভ দেখুন (Live)


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৮ম ম্যাচে আজ ১৩ এপ্রিল মুখোমুখি হবে কিংস ইলেভেন পাঞ্চাব ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বেঙ্গালুরের এম চেন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হয় ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করতেছে স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস হিন্দি, স্টার সিলেক্ট ১, জিও টিভি অনলাইন ও হটস্টার। আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে জয় পায় অশ্বিনের কিংস ইলেভেন পাঞ্চাব। লোকেশ রাহুলের ১৪ বলে দুর্দান্ত হাফসেঞ্চুরিতে জয় পায় দলটি।

পাঞ্জাব = ১২২/৭, ওভার = ১৫ । লোকেশ রাহুল= ৪৭(আউট) ,ফিঞ্চ=০(আউট) আগরওয়াল=১৫(আউট),যুবরাজ সিং=৪(আউট), নায়ার= ১৪ । টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি।

আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্যাঙ্গালুরুর মুখোমুখি দলটি। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে হার দিয়েই শুরু করে কোহলির ব্যাঙ্গালুরু। আজ জয়ের লক্ষেই পাঞ্জাবের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দলটি।

পাঞ্জাব একাদশ-লোকেশ রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, যুবরাজ সিং, অ্যারন ফিঞ্চ, করুণ নায়ার, মার্কাস স্টোনিস, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, অ্যান্ড্রু টাই, মোয়েত শর্মা, মুজিব উর রহমান।

ব্যাঙ্গালুরু একাদশ-ব্রেন্ডন ম্যাককালাম, কুইন্টন ডি কক, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, সরফরাজ খান, মানদীপ সিং, ক্রিস ওকেস, ওয়াশিংটন সুন্দর, কুলভেন্ট খিজ্রোলিয়া, উমেশ যাদব, ইউজভেন্দ্র চাহাল।

<>

Bangla24hour.com © 2017