[Close]

সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি’


দর্শকশূন্য অন্ধকার প্রেক্ষাগৃহ। টর্চের আলোতে হলের স্টাফ সিট দেখিয়ে দেয় মডেল-অভিনেতা তানভীর ও নীলাঞ্জনা নীলাকে। মাঝের সারিতে তানভীর-নীলার আসন। বসেই চারপাশ ভালো করে দেখে নীলা জিজ্ঞেস করে ‘তুমি আমি ছাড়া আর কেউ নাই নাকি?’এরপরই পর্দায় ভেসে ওঠে ‘সোহাগ চাঁদ’ গানটির মিউজিক ভিডিও। গানটিতে কণ্ঠ দিয়েছেন কলকাতার সংগীতশিল্পী রূপঙ্কর ও বাংলাদেশের সীমা খান। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নুর হোসেন হীরা। আর এতেই মডেল হয়েছেন তানভীর ও নীলা।‘সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি’ এমন কথার গানটি বৈশাখের আবহে নির্মিত হয়েছে। মিউজিক ভিডিওটি গতকাল শনিবার পয়লা বৈশাখ উপলক্ষে আরটিভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।এ প্রসঙ্গে পরিচালক নুর হোসেন হীরা বলেন, ‘পয়লা বৈশাখ উপলক্ষে নানা রঙেঢঙে সেজে ওঠে চারপাশ। আমরা একটি উৎসবমুখর ভিডিও নির্মাণের চেষ্টা করেছি। গানটিতে জুটি বেঁধে পারফর্ম করেছেন তানভীর ও নীলাঞ্জনা নীলা। দুজনেই ভীষণ ভালো করেছে। আশা করছি, দর্শকদেরও ভিডিওটি ভালো লাগবে।’<>

Bangla24hour.com © 2017