[Close]

বাবার পিঠে ব্যাথা দেখে গ্যালারিতে বসে যে কান্ড ঘটালেন ধোনির মেয়ে


চোট আর মহেন্দ্র সিং ধোনি, মাঠে এবং মাঠের বাইরে এই ‘‌জুটি’‌টা খুব একটা অপরিচিত নয়। চলতি আইপিএলে রবিবার মোহালিতে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ধোনি চোট পেয়েছিলেন। সেই চোট যে সাধারণ নয়, এবার সেটাই কবুল করে নিলেন ধোনি। বললেন, ‘‌চোটের অবস্থা গুরুতর। কতটা গুরুতর, সেটা এখনই বলা যাচ্ছে না।’

যদিও চোট নিয়েই দুরন্ত ইনিংস খেলেছেন ধোনি। ৪৪ বলে অপরাজিত ৭৯ রান করে প্রায় জিতিয়েই দিচ্ছিলেন চেন্নাইকে। কিন্তু শেষরক্ষা হয়নি। ৫ রানে হারে তার দল। সেই ইনিংস দেখে মুগ্ধ ধোনির মেয়ে জিভা। ধোনি যখন মাঠে ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছিলেন ঠিক তখনিই হঠাৎ পিঠে গুরুত্বর ব্যাথা পেয়ে উঠেন ধোনি, আর সেই দেখেই ছোট্ট জিভা প্যাভেলিয়নে বসে বলেছে, ‘‌বাবাকে ডেকে আনো। আমি বাবাকে জড়িয়ে ধরে আদর করতে চাই।’‌

চোট প্রসঙ্গে ধোনি বলেন, ‘‌ঈশ্বর আমাকে যথেষ্ট শক্তি দিয়েছেন। শট মারার সময় আমাকে পিঠের জোরের ওপরে খুব বেশি ভরসা করতে হয় না। হাতের জোরেই সেটা করতে পারি। চোটের প্রকৃতি এখনও জানতে পারিনি। তবে একবার সেটা জেনে গেলে আশা করি সেরে উঠতে বেশি সময় লাগবে না।’‌ যদিও ক্রীড়াসূচি অনুযায়ী কিছুদিনের বিশ্রাম পাবেন ধোনি। সেটা তার সেরে ওঠার পক্ষে অনুকূল হবে বলেই মনে করছেন মাহি। তার কথায়, ‘‌পরের ম্যাচের আগে তিন–চারদিনের বিশ্রাম পাবো। সেটায় আমার ভালই হবে। যদিও চোট সামলে খেলা আমার অভ্যাস আছে।’‌

<>

Bangla24hour.com © 2017