[Close]

মুম্বাই ভক্তদের মুখে মোস্তাফিজের প্রসংশার জোয়ার


মুম্বাই হারের বৃত্ত থেকে বের হতে না পারলেও নিজের দায়িত্বটা ঠিকমতোই করে যাচ্ছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। আর মোস্তাফিজকে সমর্থন জানিয়ে তার বাংলাদেশি সমর্থকরা মোস্তাফিজের ফেসবুকে লিখেছেন বিভিন্ন মন্তব্য।

 

কাল ম্যাচ শুরুর আগে মোস্তাফিজ যখন সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছিলো ফেসবুক পেইজে, সেখানেও ভক্তরা একই কথা বলেছিলো। আসুন এক নজরে দেখে নেই, ম্যাচের আগে ভক্তরা মোস্তাফিজকে নিয়ে কে কী বলেছিলো।

একভক্ত লিখেছেন, ‘মুস্তাফিজ তোমার বডি লেংগুয়েজ আরো স্মার্ট হওয়া চাই, তোমার আইপিএল দারুণ ভাবে শুরু করেছো, তবে তোমাকে মাঠের ভেতর কেমন জানি নিরীহ নিরীহ লাগে, তোমাকে তোমার সাথে মানায় না, তুমি কিন্তু দারুণ খেলছ, খেলাটাকে এনজয় কর, শুভ নববর্ষ।’

আরেকভক্ত লিখেছেন, ‘মুম্বাই জাহান্নামে যাক।ফিজ তুমি বাংলাদেশের সম্মান রক্ষার্থে সামনে আরো ভালো পারফরমেন্স করবা। তুমিই বাংলাদেশের অহংকার। মুম্বাই হারুক, তুমি ভালো খেল প্রতি ম্যাচ।’

আরেকভক্ত লিখেছেন, ‘তোমাকে ও নতুন বছরের শুভেচ্ছা। ভালো থেকো। এটা আমাদের প্রত্যাশা। আমার ভাই ভালো খেললে আমার খুব ভালো লাগে। ভাই তোর জন্য আজ প্রাণ ভরা দোয়া রইল।’

<>

Bangla24hour.com © 2017