[Close]

গেইলকে বাতিলের খাতায় রাখার কারণ ফাঁস !


গেইল যে কি জিনিষ তা তিনি দেখিয়েছেন গতকালকে চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচে। সেই ম্যাচেই যেন নিজের সামর্থ্যের প্রমান আবারো দেখান ক্রিসে হেনরি গেইল। ৩৩ বলে ৬৩ করলেন, ৭টি চার, ৪টি ছক্কা। গেইলের তোলা ঝড়েই ১০ ওভারে ১ উইকেটে ১১৫ রান তুলেছিল পাঞ্জাব। চেন্নাইকে দিয়েছিল ১৯৮ রানের লক্ষ্য। রোমাঞ্চকর ম্যাচটা জিতেছে ৪ রানে। গেইল ম্যাচসেরাও হয়েছেন।

 

অথচ আইপিএল শুরু হওয়ার আগে এই গেইলকেই বাতিলের খাতায় রেখেছিলো আইপিএল অথোরিটি। পরপর ২ বার নিলামে তোলা হলেও বিক্রি হোননি গেইল। দানে দানে তিন দানে বিক্রি হয়েছেন।

তৃতীয় দফায় তাঁকে কিনেছিল কিংস ইলেভেন পাঞ্জাব। দলের বীরেন্দর শেবাগ এও বলেছিলেন, গেইল যদি তাঁদের দুই কি তিনটি ম্যাচ জিতিয়ে দেয়, তাতেও দুই কোটি রুপির পয়সা উশুল।

এরপরেই ২ ম্যাচ পর দলে চান্স পেয়েই নিজের সেই পুরানো কারিশ্মা দেখান গেইল এবং দলকে নিয়ে যান জয়ের বন্দরে।

<>

Bangla24hour.com © 2017