[Close]

লোকাল ট্রেনে আলিয়া


বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। দামি গাড়িতে যাতায়াত করবেন এটাই তো স্বাভাবিক। কিন্তু না, হঠাৎই লোকাল ট্রেনে দেখা গেল এই অভিনেত্রীকে। আর পাঁচ জন সাধারণ মানুষের মত ভিড়ের মধ্যেই স্টেশনে বসে থাকতে দেখা গেছে আলিয়াকে। পরনে লাল টি-শার্ট ও নীল জিন্স এবং মাথায় হিজাব পরে স্টেশনে বসে থাকতে দেখা গেছে তাকে।

ভাবছেন, হঠাৎ আলিয়া কেন লোকাল ট্রেনে যাতায়ত করতে যাবেন, তাও আবার হিজাব পরে! সবকিছুই করলেন নিজের পরবর্তী সিনেমার জন্য। জোয়া আখতারের আগামী ছবি ‘গাল্লি বয়’। সিওন রেল স্টেশনে ভিড়ের মধ্যেই এ ছবির শুটিং করছিলেন আলিয়া। সেখানেই পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়েন তিনি।

তবে শুধু আলিয়া কেন রণবীর সিংকেও মুম্বাইয়ের গোড়েগাঁও রেলস্টেশনে শুটিং করতে দেখা গেছে। রণবীরের পরনে ছিল বাদামী রঙের টি-শার্ট ও নীল জ্যাকেট। তবে ইতিমধ্যেই জোয়া আখতারের আগামী ছবি ‘গাল্লি বয়’-এর শুটিং প্রায় শেষ। সে কথা নিজেই সোশ্যাল সাইটে জানিয়েছেন আলিয়া।

The post লোকাল ট্রেনে আলিয়া appeared first on Ekushey24.com.

Bangla24hour.com © 2017