[Close]

এই মাত্র পাওয়া: ২ সিটি নির্বাচনে সেনা চায় বিএনপি


আসছে ১৫ মে অনুষ্ঠেয় গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েন চেয়েছে বিএনপি।

মঙ্গলবার সকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে লিখিত বক্তব্যে এ দাবি জানায় বিএন‌পি ।

এর আগে সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেন দলের স্থায়ী কমিটির সদ্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল ।

এছাড়া বিএনপির প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন- ড. অাব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চৌধুরী কামাল ইবনে ইউসুফ।

বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার। এছাড়া চার কমিশনার ও কমিশনের কর্মকর্তারা উপস্থিত অাছেন।

The post এই মাত্র পাওয়া: ২ সিটি নির্বাচনে সেনা চায় বিএনপি appeared first on Ekushey24.com.

Bangla24hour.com © 2017