[Close]

বগুড়ায় দশম শ্রেনীর ছাত্রীর আপত্তিকর ভিডিও ফেসবুকে


বগুড়ায় এক স্কুল ছাত্রীর আপত্তিকর ভিডিও ফেসবুকে প্রকাশের পর ঘটনার সাথে জড়িত এক লাইব্রেরিয়ানকে আটক করেছে পুলিশ। আটক লম্পটের নাম ফারুক হোসেন (৪৫)। ঘটনায় ফারুককে ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই ওয়াদুদ আলী জানান, বগুড়া সদরের রজাকপুর গ্রামের সোলেমান হোসেনের ছেলে ফারুক হোসেন বাবু স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরিয়ান। সে ২০১৬ সালে স্কুলের ৮ম শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। বাবু কৌশলে এ দৃশ্য ভিডিও করে রাখে। সম্প্রতি ওই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রচার হয়। বর্তমানে দশম শ্রেণীতে পড়ুয়া ওই ছাত্রীর সহপাঠীরা এটি ফেসবুকে দেখার পর ক্ষুব্ধ হয়। তারা লাইব্রেরিয়ান বাবুর বিচারের দাবিতে গত ৮ এপ্রিল স্কুলের সামনে সড়ক অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জড়িতদের গ্রেফতারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

এরপর ঐ ছাত্রীর বাবা বাবু ও লিটনসহ তিনজনের বিরুদ্ধে মামলা করে। মামলা পেয়ে বগুড়ার সদর থানা পুলিশ লিটনকে আটক করে। এরপর গত ১২ এপ্রিল অভিযুক্ত বাবু নিজেই আত্মসমর্পন করলে তাকে জেলে পাঠানো হয়।

এরপর সোমবার বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাবু’র ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। বিচারক শুনানি শেষে দুই দিনের মঞ্জুর করেন। তদন্তকারী কর্মকর্তা আরও জানান, বাবুকে জিজ্ঞাসাবাদ চলছে। ওই ভিডিওটি যাচাই করা হচ্ছে। এছাড়া অপর আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

পুলিশের ধারনা, স্কুল ছাত্রীকে ব্লাকমেইল করতেই বাবু এই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দিয়েছে।

<>

Bangla24hour.com © 2017